ইন্টারনেটের গতি নিমিষেই বাড়ান দ্বিগুণ
আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলেও এখন ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যা অনেক। ডিজিটাল বাংলাদেশ এর লক্ষে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট কতোটা জরুরী সেটা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু বিড়ম্বনায় পড়ি নেটের স্পীড নিয়ে । আমাদের দেশের নেটের যে পরিমাণ গতি তাতে অনেকেই পিসি’তে নেট ব্যাবহার করার আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ আপনি ইচ্ছা করলে মাত্র দুটো কোড দিয়ে আপনার ডায়াল আপ বা মডেমের স্পীড বাড়াতে পারেন ২০০%।
তাহলে আসুন মূল কাজে , আজই আপনার মন্থর গতির ইন্টারনেট ‘ কে আগের চেয়ে অনেক দ্রুত গতির করে ফেলুন।
প্রথমে আপনার ইন্টারনেট বন্ধ করুন।
এবার পর্যায়ক্রমে খুব সহজেই নিচের ধাপ গুলো অনুসরণ করুন
১.এবার Start >>> Control Panel >>> Phone & Modem এ যান।
এখানে দেখুন কিছু ফিল্ড খালি আছে।
২.Country ফিল্ডে লিখুন আপনার দেশের নাম Bangladesh
এবার তার নিচের ফিল্ড Area Code এ লিখুন 02
৩.এবার OK করুন।
৪.এবার Modem ট্যাবে যান।
৫.আপনার মডেমটি নির্বাচন করে Properties এ ক্লিক করুন।
৬.ডায়লগ বক্স থেকে Advanced ট্যাবে যান।
এখানে কিছু ফিল্ড দেখতে পাবেন।
৭.এখান থেকে Extra Initialization Commands ফিল্ডে লিখুন at&fx.
৮.এবার OK করুন।ও পিসি রিস্টার্ট দিন ।
এবার আপনার ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করে দেখুন স্পীডের কি অবস্থা।
ভাল লাগলে কমেন্টস করবেন।
আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলেও এখন ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যা অনেক। ডিজিটাল বাংলাদেশ এর লক্ষে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট কতোটা জরুরী সেটা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু বিড়ম্বনায় পড়ি নেটের স্পীড নিয়ে । আমাদের দেশের নেটের যে পরিমাণ গতি তাতে অনেকেই পিসি’তে নেট ব্যাবহার করার আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ আপনি ইচ্ছা করলে মাত্র দুটো কোড দিয়ে আপনার ডায়াল আপ বা মডেমের স্পীড বাড়াতে পারেন ২০০%।
তাহলে আসুন মূল কাজে , আজই আপনার মন্থর গতির ইন্টারনেট ‘ কে আগের চেয়ে অনেক দ্রুত গতির করে ফেলুন।
প্রথমে আপনার ইন্টারনেট বন্ধ করুন।
এবার পর্যায়ক্রমে খুব সহজেই নিচের ধাপ গুলো অনুসরণ করুন
১.এবার Start >>> Control Panel >>> Phone & Modem এ যান।
এখানে দেখুন কিছু ফিল্ড খালি আছে।
২.Country ফিল্ডে লিখুন আপনার দেশের নাম Bangladesh
এবার তার নিচের ফিল্ড Area Code এ লিখুন 02
৩.এবার OK করুন।
৪.এবার Modem ট্যাবে যান।
৫.আপনার মডেমটি নির্বাচন করে Properties এ ক্লিক করুন।
৬.ডায়লগ বক্স থেকে Advanced ট্যাবে যান।
এখানে কিছু ফিল্ড দেখতে পাবেন।
৭.এখান থেকে Extra Initialization Commands ফিল্ডে লিখুন at&fx.
৮.এবার OK করুন।ও পিসি রিস্টার্ট দিন ।
এবার আপনার ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করে দেখুন স্পীডের কি অবস্থা।
ভাল লাগলে কমেন্টস করবেন।
No comments:
Post a Comment