Tuesday, March 19, 2013

How To Read UCC - Browser in Bangla

UC Browser-এ বাংলা পড়বেন যেভাবে

অনেকেই আমাকে অনলাইনে বলে UC Browser-এ বাংলা কিভাবে পরব এই জন্যই আবার এই পোস্ট লিখা
প্রথমে যেকোনো একটি বাংলা ফন্ট ডাউনলোড করুন।
এবার পিসিতে ফন্টটির চারটি কপিকরুন
নিচের নামে।
1. S60SNR
... 2. S60SSB 3. S60TSB
4. S60ZDIGI
এ চার নামে আলাদা চারটি ফন্ট হিসেবে সেভ
করুন।
এবার আপনার মোবাইলটিকে ডাটা কেবল
দিয়ে পিসির সাথেযুক্ত করুন অথবা মেমরি কার্ড রিডারের
মাধ্যমে মেমোরি কার্ডটি পিসিতে সংযুক্ত
করুন।



মেমরি কার্ডে আপনি resourceনামের
একটি ফোল্ডার পাবেন (হিডেনও
থাকতে পারে), সেখানে Fonts নামের একটিফোল্ডারতৈরি করুন।
এই ফোল্ডারে ওই চারটি ফন্টপেস্টকরুন।
এবার
মেমোরি কার্ডটি মোবাইলে লাগিয়ে অথবাডাটা কেবল
খুলে রি-স্টার্ট করুন।
এখন আপনার ফন্টটি পরিবর্তন হয়ে গেছে,আপনি এখন আপনার মোবাইলে যে কোন
বাংলা টেক্সট এবং বাংলা ইউনিকোড ভিত্তিক
ওয়েবসাইট UC Browser
দিয়ে দেখতে পাবেন।
ব্রাউজারটি এখান থেকে নামান wap.ucweb.com

No comments:

Post a Comment